সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলার নির্দেশ

নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা এবং স্বতন্ত্রভাবে বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (জানুয়ারি ২৮) রাতে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সাথে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।


বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনের গেটে গণমাধ্যমকে এই কথা জানায়।


এই প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন মার্কার মধ্যে কিছু সংঘাত, সহিংসতা, অন্তঃকলহ হয়েছে। এখনো বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অবাঞ্ছিত  ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, এটা আর হতে দেওয়া যাবে না।

আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলার নির্দেশ

এনিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, নিজেরা যখন দাবি করছেন তারা আওয়ামী লীগেই থাকতে চান। ভিন্ন নামে পরিচয় দিতে গেলে আমাদের বিবেক এবং আবেগ আহত হয়। সে অবস্থায় নিজেরা নিজেদের মধ্যে বিবাদ ও অন্তঃকলহ মিটিয়ে ফেলতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।


এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের মনোনীত করবেন তাদের প্রতি সমর্থন থাকবে স্বতন্ত্র সংসদ সদস্যদের।


উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

Main Ad

এসএনআর/ঢাকা/নিউজ ডেস্ক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>